কেউ আগে কেউ পরে
চলে যেতে হবে ভাই
মহাঘুমে যেতে হবে
ছেড়ে এই দুনিয়াই
মায়া আর মমতার
ছেড়ে ছুড়ে বাহুডোর
চলে যেতে হবে ভাই
দূর থেকে বহুদূর
পাখির পালক তবু
দিয়ে যাবে ছায়া তার
কারো কারো অন্তরে
রয়ে যাবে মায়া তার
জীবনে জীবন দিয়ে
কিছু যদি করে থাক
মহাঘুমে পেতে পারো
জীবনের সেই ডাক
মানুষের সাথে যদি
হেটে থাকো মাঠটাতে
শুনবে তাদের স্বর
মহাঘুম রাতটাতে
তাদের প্রার্থনাতে
চিরকাল থেকে যাবে
তোমার গুণের কথা
তারা ঠিক একে যাবে
প্রাণ দেহে যদি তুমি
মানুষের করো কাজ
তবেই করবে তুমি
মহাঘুম ঘরে রাজ…
চিরন্তন এই কথা মালা। পৃথিবীর একমাত্র ‘কিন্তু বিহীন’ সত্য হচ্ছে … মৃত্যু।