সজনী
——-
সজনী বুকে কান পেত থাক
শুনে যাও বিষাদী সুরে বিরহের এক করুন গান।
যে গানে তোমার আরাধনা আছে
আছে চোখের কথা
ঠোটের কথা
আর আমার অপারগতা এবং মৃত্যুর কথা।
গত বর্ষায় তুমি ছাতা হতে চেয়েছিলে
অবিরাম ভেজার ইচ্ছায়।
আমি হতে চেয়েছিলাম ভেলা
দূরে ভেসে যাবার ইচ্ছায়।
আমরা কিছুই হতে পারিনি।
আসলে আমরা কিছুই হতে পারিনা।
তোমার আচলে আমার ছায়া!
দেখিনি কোনোদিন।
দেখিনি তোমার মুখে আমার অংকন।
তবু আমরা ভালবেসেছি
মিথ্যা প্রতিশ্রুতি আর সস্তা উপমাতে।
সজনী বৃথায় খুজে ফিরছ
আমার শরীরের ভেতরে কল্পনার সুখের শহর।
কবির কখনো সুখ থাকে না
থাকে শুধু কষ্ট।
আর
ঘুনে ধরা ২০৬ টা হাড়।
সজনী এখনই চলে যাও
আর কখনো এস না।
জেনে যাও কবিকে শুধু ভালবাসা যায়।
কবির সাথে ঘর বাধা যায় না।
কিছু বানান আছে যেগুলো ঠিকঠাক করে দিলে সুন্দর দেখাবে। যেমন, আরোধনা, আচল, কবিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।
ধন্যবাদ। চন্দ্রবিন্দু আমি ব্যাবহার করি না। হয়ত এটা হতে পারে আমার ভুল।
কাব্যকাল এর জন্য নিরন্তর শুভেচ্ছা রইলো।
উৎসাহিত হলাম।