বৃষ্টি

ভিজে গেছে রাস্তা
ভিজে যাচ্ছে আমার শহর
গুনছি বসে মন খারাপের এই প্রহর।
ভিজে গেছে ভালবাসা
ভিজে যাচ্ছে নরম হৃদয়
শুধু রইলেনা তুমি এমন সময়।

কাগুজে মোড়ানো পিতলের দিন
মনের ভীতর বাজে অচেনা বীণ।
নিয়ন বাতী শোন বলছি তোমায়
আমার গল্প শুনে তোমার হাসি পায়।

ও রিক্সা দেখ ফেরারি আমি
তোমার দেয়ালে ছায়াছবি আকি।
ময়ূরের পাখা আমারো চাই
যদিও কাক হয়েই থাকছি ভাই

কাব্যকাল সম্পর্কে

কবিতা লেখার প্রবল ইচ্ছা থেকে কবিতা লেখা। কবিতা হিসেবে আলোচিত হোক বা না হোক এইগুলো আমার কবিতা। আমার ভালবাসা। বি:দ্র: নিজের পরিচয় বা সম্পর্কে বলতে শ্রেফ ভালো লাগে না।

4 thoughts on “বৃষ্টি

  1. “ময়ুরের পাখা আমারো চাই
    যদিও কাক হয়েই থাকছি ভাই”

    শুভেচ্ছা নিন কবি। শুভ সকাল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।