অনুভূতি যার যার

অনুভূতি যার যার
যাযাবর জীবন

খুব সহজেই কাছে টানে কেও
খুব সহজেই ছুঁড়ে ফেলে দূরে
অস্থির মনের অস্থির প্রকাশ
কারো অস্থিরতা ঘুরে ঘুরে;

খুব সহজে কি কাছে টানা যায়?
মনের ভেতর মনের ঘরে
মানুষ মাত্রই হারিয়ে যায়
দূরে সরে গিয়ে কিংবা মরে;

মনের রঙ আকাশ রঙা
সময় ভেদে নীল আর কালো
অস্থিরতা রঙ হারা
বেদনার রঙ গভীর কালো;

কেও দূরে থেকে মনেতে থাকে
খুব কাছে থেকেও কেও অনেক দূরে
রাগ অভিমান হাসি-কান্নার অনুভূতিগুলো
কারো প্রকাশ্যে, কারো মনের ঘরে।

3 thoughts on “অনুভূতি যার যার

  1. “মনের রঙ আকাশ রঙা
    সময় ভেদে নীল আর কালো
    অস্থিরতা রঙ হারা
    বেদনার রঙ গভীর কালো;”

    ভালো লাগা সেই সাথে শুভেচ্ছা রইলো কবির জন্য।

  2. শিরোনাম এবং লিখা বরাবরের মতো সুন্দর প্রিয় যাযাবর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।