এবং দ্বিতীয় আমি

ম্যাজিক মিরর।
এপাশেও প্রতিচ্ছবি। ওপাশেও।
তোমাকে দেখছি আমি। তুমিও কি দেখছো আমাকে?
জেনে নাও
আমরা কোনদিন হাত ধরাধরি করে হাঁটবো না
রোমান্টিক কাপলের মতো।
মাঝখানে অভঙ্গুর কাচের দেয়াল;
তবু অলৌকিক স্পর্শ ছুঁয়ে যাবে, যাচ্ছে।
অহোর্নিশ অন্তর্গত যুদ্ধ হবে। সমঝোতা হবে।
মাঝেমাঝে,—‘তোমার তুমিকে বড়ো ভালোবাসি’ বলে ফেলবে বেখেয়ালে।
আমিও তোমাকে এমন কিছু…
আমরা আজীবন সমান্তর দূরত্বে।
আমরা আজীবন পাশাপাশি।
আমরা এক নই।
অবিচ্ছিন্ন নই।
তবু আমাদের বিচ্ছেদ হবে না।
পৃথিবীর নিক্তির মাপে দুজন একত্র।
কিন্তু আমরাতো এক নই—দুজনেই জানি। আমরা দুজন।
শুধুমাত্র অন্যোন্য।
আমরা পৃথক নই তবু আমৃত্যু বিভেদদহন বয়ে চলি।
আমি
এবং
দ্বিতীয় আমি।

4 thoughts on “এবং দ্বিতীয় আমি

  1. অসম্ভব ভালো লাগে আপনার লিখা আপা। নন্দিত শুভেচ্ছা আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ। এখানে জবাব দেবার জন্য নিয়মিত উপস্থিত থাকতে পারিনা বলে নিজের কাছেই খারাপ লাগে। তবু আমার লেখা ভালোবেসে পড়েন বলে কৃতজ্ঞ।

  2. এখানে ব্লগার প্রহেলিকার একটি মন্তব্য ছিলো। মোবাইল থেকে উত্তর দিতে গিয়ে খুব সম্ভব আমার কোন ভুলে মন্তব্যটি মুছে গেছে । প্রহেলিকার কাছে ক্ষমাপ্রার্থী।
    আপনি আমার লেখা সবসময় পড়েন ,মন্তব্য করেন ।খুব ভালো লাগে। শুভেচ্ছা জানবেন।

    1. শ্রদ্ধেয় এমনটি প্রায়ই হয়, আমারও হয়। এতে এভাবে বলার কিছু নেই; লজ্জিত বোধ করি।

      আপনার লেখায় কবিতার স্বাদ পাই; প্রকৃত কবির কবিতাস্বাদ। আপনার অনেক কবিতাই আমার কাছে সুরক্ষিতভাবে তুলা রয়েছে। আপনার লিখনী আইকনসরূপ!

মন্তব্য প্রধান বন্ধ আছে।