ঘোরপংক্তি-২

আমি কেবলই জমিয়েছি
জীবনের অবহেলাগুলো
মাঝি গেয়েছে গান,

‘নোঙর তুলো তুলো’……

ঢেউয়ে ঢেউয়ে হাডসনের তীর
তোমার হাতের মুঠোয় হাত রেখে
আমি তো ভেঙেছি সখি,
কঠিন প্রাচীর।

:: ১৬ এপ্রিল ২০১৭ ::

2 thoughts on “ঘোরপংক্তি-২

  1. বড় শক্ত ভাবনার এমন কবিতায় শুভেচ্ছা রাখি প্রিয় ইলিয়াস ভাই। :)

  2. ঢেউয়ে ঢেউয়ে হাডসনের তীর
    তোমার হাতের মুঠোয় হাত রেখে
    আমি তো ভেঙেছি সখি,
    কঠিন প্রাচীর।

    ** কঠিন ভাব…

মন্তব্য প্রধান বন্ধ আছে।