কোন সে বায়ু অতীত ছিল?
কোন সে বায়ু অতীত ছিল?
তারে চেনা দায়!
নিত্য তার আসা যাওয়া
অতীত কথা কয়।
দেহ ছেড়ে পালিয়ে গেলে,
কোন সে রূপে যায়?
মেঘ উড়িয়ে ঝড়ের বেগে
কোন সে বায়ু গায়।
পিছন ফিরে বায়ুর কদম
ধীর লয়ে চলে,
কে বা তারে উতল করে?
আশ্রয় বুনে দেহে।
উজান, ভাটি, উপর, নিচে
মাত্রা ধরে রয়,
অসীম মায়ায় শূন্যে ভুমে
কোন সে রূপে রয়?
০৫, বৈশাখ/গ্রীষ্মকাল/১৪২৪
উজান, ভাটি, উপর, নিচে মাত্রা ধরে রয়,
অসীম মায়ায় শূন্যে ভূমে কোন সে রূপে রয়?
হৃদয়গ্রাহী লিখা। শুভেচ্ছা প্রিয় বন্ধু।
উজান, ভাটি, উপর, নিচে
মাত্রা ধরে রয়,
অসীম মায়ায় শূন্যে ভুমে
কোন সে রূপে রয়?
* মান্নান ভাই, শুভ কামনা নিরন্তর…