সবুজ পাতর উড়ানি বাতাসের কায়া
রাঙা টিয়ার ঠোটে করে না মালিঙ্গচার মায়া –
দেহের ভাজে ডানার উষ্ণপরশে উড়ুধরু ছায়া;
কায়া আর মায়াগুলো আসমানিদের খেয়া
চাঁদ তারা মধ্যদুপুর নক্ষত্র উপর পরে-
ভাবনার দু’পলকে বটপাতার ছোঁয়া !
কচুর পাতার শিশির বিন্দু বিন্দু-
জলের তলে ভেসে যাওয়ার ছায়া।
2 thoughts on “শিশির বিন্দু ছায়া”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এ এক ভিন্নধর্মী লেখা। ভালো লাগলো।
সুন্দর লিখা প্রিয় কবি মি. সরকার।