শিশির বিন্দু ছায়া

সবুজ পাতর উড়ানি বাতাসের কায়া
রাঙা টিয়ার ঠোটে করে না মালিঙ্গচার মায়া –
দেহের ভাজে ডানার ‍উষ্ণপরশে উড়ুধরু ছায়া;
কায়া আর মায়াগুলো আসমানিদের খেয়া
চাঁদ তারা মধ্যদুপুর নক্ষত্র উপর পরে-
ভাবনার দু’পলকে বটপাতার ছোঁয়া !
কচুর পাতার শিশির বিন্দু বিন্দু-
জলের তলে ভেসে যাওয়ার ছায়া।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “শিশির বিন্দু ছায়া

মন্তব্য প্রধান বন্ধ আছে।