গল্পে লঙ্কার

একটা গল্প ! হঠাৎ করে মলিন হলো-
রাস্তার মোড়ে মোড়ে কৃষ্ণচূড়া ঢেকে গেলো;
গল্পের উষ্ণগরম শুধু আগ্নেয়গিরি জ্বললো !
তবুও গল্প রয় -যমুনার খেয়া তরী যে বয়-
অনুভূতির বালুচরে একি হাহাকার
গল্পটি, ঠিক তেমনটি আছে -ঝালে লঙ্কার।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “গল্পে লঙ্কার

  1. ব্যতিক্রমী লিখায় আপনার হাত বেশ দক্ষ। শুভ সকাল প্রিয় কবি মি. সরকার। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।