জলজ ঘ্রাণে জেগে ওঠা
জলজ ঘ্রাণে জেগে ওঠা,
পানকৌড়ির মতো
এই মাত্র জলের তল ছুঁয়ে!
নিঃশ্বাস ফুরিয়ে যাবার আগেই;
কদর্য কোলাহলে ফিরে আসা।
বাসন্তিকা,
প্রলেপ মাখা সুকোমল গায়ে
সবে শুরু রোদের প্রদাহ!
তুমি ফিরবে বলে
দ্যাখো, কাদা জলে নয়নতারা ফুটেছে
জলজ ঘ্রাণে কেমন সতেজ হয়ে উঠেছে!
এখন নন্দন কথা দ্রোহ
ঋতুর বিদ্রুপ এরিয়ে চলে।
তুমি ফিরবে বলে,
সুরেলা মেঘের দলে মৃদঙ্গ বাজে
আমলকির সবুজ পাতায় ঝিরঝিরে হাওয়া
দূর নীলিমায় ভালোবাসার স্বপ্ন বুনে।
১৪২৪/১০, বৈশাখ/গ্রীষ্মকাল।
দূর নীলিমায় ভালোবাসার স্বপ্ন বুনে …
আমরা সবাই যেন জলজ ঘ্রাণে জেগে ওঠি।
সুন্দর আহবান প্রিয় বন্ধু চারুমান্নান। শুভ সন্ধ্যা।
চমৎকার কবিতা চারু কবি! শুভেচ্ছা জানবেন অহর্নিশ।