একাত্তরের মুক্তিযুদ্ধ

১.
বঙ্গবন্ধুর দেয় স্বাধীনতার ঘোষণা শুনে,
মুক্তিসেনারা ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ ময়দানে!
ওঁরা মুক্তিযুদ্ধের জন্য হয়েছিলো ব্যাকুল,
ওঁরা দেশ রক্ষার জন্য হয়েছিলো আকুল।
নিজেরাই স্বতঃস্ফুর্তভাবে নেয় যুদ্ধের প্রস্তুতি,
উদ্দেশ্য- স্বাধীনতা অর্জণ করে আনবে সুখ্যাতি।
২.
দেখেছিলাম পাকিস্তানি সেনাদের নির্যাতন!
দেখেছিলাম কী ভাবে মুক্তিসেনারা যুদ্ধময়দানে
করেছিলো অশেষ ধৈর্য ধারণ এবং দেশ
রক্ষায় করেছিলো পণ!

একাত্তরের যুদ্ধের কলা-কৌশল
৩.
ভিন্ন ছিলো মুক্তিযুদ্ধের কলা-কৌশল,
দেহে-মনে ছিলো অনেক অনেক বল!
একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে দেয় মুক্তিসেনারা সাড়া,
নিজের থেকেই ওঁদের মুক্তিযুদ্ধের জন্য ছিলো তাড়া!

একাত্তরে পাকিস্তানিসেনাদের বাড়াবাড়ি
৪.
তারা নারীদের ইজ্জৎ হরণ করে!
ঘর-বাড়িতে আগুন দিয়ে পড়ে মারে!
শিশু এবং বৃদ্ধকেও নিদারুণ নির্যাতন করে!
দেশের পতাকা উঁচিয়ে ধরে

মুক্তিসেনারা পতাকা অন্তরে উঁচে ধরে
৫.
দেশের পতাকা অন্তরে উঁচে ধরে,
মুক্তিসেনারা ন’মাস তমুল লড়াই করে!
থ্রি-নট-থ্রি/এসএজিসহ আরো অস্ত্র দু’হাতে আকড়ে ধরে,
অনেকেই শাহাদতের পিয়ালা পান করে!
চলবে……………

7 thoughts on “একাত্তরের মুক্তিযুদ্ধ

  1. পরিবেশনার দিক থেকে লিখা সাজানোর কৌশলকে আমার দৃষ্টি আকর্ষিত করেছে।
    সহজ এবং সরল বুননে বাংলাদেশের ইতিহাস তুলে ধরার অনন্য উদাহরণ হতে পারে।

    অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু। সালাম জেনো।

  2. আপনার কাছে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চাই। আপনার স্মৃতি থেকে, আপনার স্মৃতিকথা।

    1. ৭৭ বছর বয়স। আর ধৈর্যে কুলায় না। ইতো পূর্বে তিনটি সম্মুখ যুদ্ধের গল্প প্রথম আলো ব্লগে/শব্দনীড়ে দিয়েছিলাম। মোট পাঁচটি সম্মুখ সমরে অংশ নিয়েছিলাম। আজও সবিই…………। দেখি আল্লাহ তৌফিক দিলে ………..।। আপনাকে ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. আসসালামু আলাইকুম আঙ্কেল। মুক্তিযুদ্ধের নিঁখুত চিত্রপট/স্মৃতি এঁকেছেন! শুভ কামনা রইলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।