আমরা অবসর সময়ে অতীতের কথা স্মৃতিচারণ করে নাকের ও চোখের জল এক করি। ভবিষ্যতে কি হবে তারই চিন্তায় অস্থির থাকি সারাক্ষণ। কিন্তু বর্তমান নিয়ে কজনে ভাবি?? কোন এক কালে মনীষীরা বলে গেছে ভবিষ্যতের ভাবনাই জ্ঞানীর কাজ।
তাই সবাই ভবিষ্যত নিয়ে চিন্তায় বিভোর থাকি। অথচ বর্তমানকে গুরুত্ব না দিয়ে বসে বসে ভাবলে সুন্দর ভবিষ্যৎ কোথা দিয়ে আসবে?? বর্তমানের ইতিবাচক কর্মকাণ্ড আর কঠোর পরিশ্রমই রচনা করে কাঙ্খিত ভবিষ্যত।
মানব জীবনে বর্তমানই সব।
ভবিষ্যতের ভাবনাই জ্ঞানীর কাজ। বর্তমানের ইতিবাচক কর্মকাণ্ড আর কঠোর পরিশ্রমই রচনা করে কাঙ্খিত ভবিষ্যত।
তবে কি আমি ভুল