বর্তমান ও ভবিষ্যত

আমরা অবসর সময়ে অতীতের কথা স্মৃতিচারণ করে নাকের ও চোখের জল এক করি। ভবিষ্যতে কি হবে তারই চিন্তায় অস্থির থাকি সারাক্ষণ। কিন্তু বর্তমান নিয়ে কজনে ভাবি?? কোন এক কালে মনীষীরা বলে গেছে ভবিষ্যতের ভাবনাই জ্ঞানীর কাজ।

তাই সবাই ভবিষ্যত নিয়ে চিন্তায় বিভোর থাকি। অথচ বর্তমানকে গুরুত্ব না দিয়ে বসে বসে ভাবলে সুন্দর ভবিষ্যৎ কোথা দিয়ে আসবে?? বর্তমানের ইতিবাচক কর্মকাণ্ড আর কঠোর পরিশ্রমই রচনা করে কাঙ্খিত ভবিষ্যত।

মানব জীবনে বর্তমানই সব।

রাসেল মিয়া সম্পর্কে

মোঃ মাসুদ পারভেজ মিয়া ( রাসেল )। রাসেল নামেই আমি বেশী পরিচিত এবং এটাতেই বেশী ভালোলাগে আমার। ছোট থেকেই লিখতে ভালো লাগে না আমার তাই কখনও চেষ্টাও করি নাই লেখক হবার। তবে লেখা পড়তে আমার খুব ভালো লাগে বিশেষ করে যখন একা থাকি তখনই সবার লেখা পড়েই বেশীর ভাগ সময় কাটে। তবে গানও শুনি বিশেষ করে আধুনিক গান বেশী শুনি ... লেখা পড়া বেশী করতে পারি নাই ... বি এ কমপ্লিট করবার পরে মাথায় এক ধরনের ঝিঁঝিঁ পোকার আবাস স্থল তৈরি হয় যার কারনে পরবর্তী ধাপ অতিক্রম করা হয়নি। চেষ্টা করি সবার সাথে তাদের মত করে চলতে কিন্তু মানুষ বলে তো কথা; সবার মত হতে পারিনা। কারো থেকে ভালো আবার কারো থেকে অনেক খারাপ। এখন চিন্তায় আছি খারাপের সাথে আর কোন সম্পর্ক রাখবো না।

2 thoughts on “বর্তমান ও ভবিষ্যত

  1. ভবিষ্যতের ভাবনাই জ্ঞানীর কাজ। বর্তমানের ইতিবাচক কর্মকাণ্ড আর কঠোর পরিশ্রমই রচনা করে কাঙ্খিত ভবিষ্যত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।