জলপুড়া মন

কি আনন্দ বর্ষার দেবী আসন বসেছে
সে কি কান্না ! কাঁন্নার জলে বনান ডেকেছে-
কারণটা বুঝি দেবীর ভীষণ পেয়েছে ক্ষুধা;
তাই খাচ্ছে আর খাচ্ছে সোনালী ফসল-
ভেলা ভাসানোর সমস্যা না হয় সে জন্য
এই পথ মাঠ ঘাট ভাঙ্গছে আর ভাঙ্গছে
ও বর্ষাদেবী কি আর করবে এ্ক্ষণকে আশির্বাদ ?
সবিই যেনো ছেয়েদিলে দুর্ভিক্ষের আর্তনাদ;
দেখলে না ঘরবাড়ি মনের উঠান !
সারিধারে জলভেলা উড়ে দিলে শ্মশান।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “জলপুড়া মন

  1. এ বছরে অতিবৃষ্টির হঠাৎ বরষা গ্রামীন জনপদের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।