খুব অল্প সময়ই আমি নেশায় বুদ হয়ে থাকি
কয়েকটা মুহূর্ত মাত্র
অথচ উন্মাদনায় ছড়িয়ে দেই আগুনবিষ।
চুম্বন
ঠোঁটে ঠোঁট
নখের আঁচড় লাগলেই উহ্!
কে আছো?
পানশালার দরজাটা একটু ভিড়িয়ে রাখো ভাই
আমি তো সংসারি মানুষ
বাতাসের কান্না আমার একদম সহ্য হয় না।
খুব অল্প সময়ই আমি নেশায় বুদ হয়ে থাকি
কয়েকটা মুহূর্ত মাত্র
অথচ উন্মাদনায় ছড়িয়ে দেই আগুনবিষ।
চুম্বন
ঠোঁটে ঠোঁট
নখের আঁচড় লাগলেই উহ্!
কে আছো?
পানশালার দরজাটা একটু ভিড়িয়ে রাখো ভাই
আমি তো সংসারি মানুষ
বাতাসের কান্না আমার একদম সহ্য হয় না।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালো লিখেছেন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম।
চমৎকার আঙ্কেল

কে আছো?
পানশালার দরজাটা একটু ভিড়িয়ে রাখো ভাই
আমি তো সংসারি মানুষ
বাতাসের কান্না আমার একদম সহ্য হয় না।
অসাধারণ!
দারুন।