আছি শৌর্যে বীর্যে… পৌরুষে

আমি শিখেছিলাম প্রতি নিয়ত লড়তে- বিদ্রোহে
শিখেছিলাম আদর্শের ধর্মে চেতনার বর্মে- বিচক্ষণতায় বাঁচতে
হোঁচট খেতে খেতে শিখেছিলাম দুর্গম পথ চলতে, ক্ষয়ে- অবক্ষয়ে
নিজেকে দাঁড় করেছিলাম হুজুগের গা ভাসানো স্রোতের বিপরীতে;
ঘাতে- প্রতিঘাতে ধুকতে ধুকতে- শিখেছিলাম মানুষ চিনতে
মানুষ খুঁজতে খুঁজতে হেঁটেছিলাম কাল কালান্তর- তেপান্তরের মাঠে
হাটে- ঘাটে… ধুয়ো উঠা চায়ের আড্ডায় নিরন্তর গল্প কথায়…
একটি যুদ্ধের গল্প
যুদ্ধগ্রস্ত প্রেমের গল্প-
গল্পের বাঁকে বাঁকে নিজেকে মেখে মেখে- মনে মনে একেঁছিলাম সংকল্প;
কখনো স্মৃতি, কখনো জ্বলজ্যন্ত উপলব্ধি
গল্পের শাখা প্রশাখায় দেখেছিলাম রক্তে আঁকা মানচিত্রের প্রতিচ্ছবি!
বাদে- অনুবাদে জেনেছিলাম সাধ ও সাধ্যের দৌরাত্ম
কত রত্ন কত চন্দ্র শিলা পুড়েছে আত্ম দহনে –মননে মজ্জায়
দ্রোহে বিদ্রোহে রেখেছি জড়িয়ে একিই আদর্শ- ছাড়িনি মৃত্যু শয্যায়!
মরতে মরতে বেঁচেছিলাম অসংখ্য বার
কিন্তু বাঁচার জন্য মরেছিলাম একবার
দেখেছিলাম সময়ের কল কব্জায় জমেছে বিস্তর মরীচিকা
ঘুণপোকার মিছিলে ভেতর টায় পড়েছে সুড়ঙ্গ,হয়েছে রিক্ত-পাকা
খোলসের আবরণে মিশে একাকার আপন পর সব
শিখতে পারি নি ভুলে যেতে বিহঙ্গ শৈশব।
প্রতীক্ষার অনন্ত প্রহর কাটিয়েছি নিঃসঙ্গ বিরহে
কেউ জানে না কোন যন্ত্রণা সহে সহে জ্বালিয়েছি আলোর প্রদীপ শূন্য গৃহে;
গৃহের আমি ছিলাম না কখনো, ছিলাম মত্ত পথের ডাকে
শৌর্যে – বীর্যে ছিলাম পুরুষ, আজো আছি- থাকবো অনন্তলোকে…।

দা উ দু ল ই স লা ম
২৩/৪/১৭
(ছবি টি গুগল থেকে নেয়া)

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “আছি শৌর্যে বীর্যে… পৌরুষে

  1. “গৃহের আমি ছিলাম না কখনো, ছিলাম মত্ত পথের ডাকে
    শৌর্যে – বীর্যে ছিলাম পুরুষ, আজো আছি- থাকবো অনন্তলোকে…।”

    ___ কংক্রিটের মতো লিখা স্যার। অসংখ্য বোধনের কমপ্যাক্ট ডিস্ক। বিনম্র সম্মান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।