সবুজ বৃক্ষ

বৈশাখী ঝড়ে
ডাল পালা উড়ে।
ধমকায় বাজ
চমকায় তাজ।

সেই সাথে শীলাগুড়ি
পিষে শীলে নোড়ায় ।
বৃষ্টির বাণে
ভাসে বন্যায় ।

পাতা গুলোয় বিলি কেটে
সাফ করে জঞ্জাল।
ঠিক যেনো টেকো মাথা
সবুজ অঞ্চল।

6 thoughts on “সবুজ বৃক্ষ

  1. সালাম জানবেন আপা। আশা করবো ভালো আছেন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. সালাম দাদা,
      মোবাইল থেকে ছবি কি পোস্টে দেয়া যায় ? কি ভাবে দিতে হয়
      যদি বলেন

    2. কন্ট্রোল প্যানেলের যেখানে আপনি পোস্ট লিখেন ঠিক তার উপর মিডিয়া আপলোড বাটনে ক্লিক করে আপনি ছবি আপলোড করতে পারেন। আগের নিয়মে।

      মোবাইল থেকে সম্ভব কিনা আমার জানা নেই। আমি কখনও চেষ্টা করিনি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।