চেয়েছিলি যাবার আগে ডায়েরীটা নিয়ে যেতে
কত উপাখ্যান, রূপকথার মতো ছড়ানো জীবন
তোকে টেনেছিল খুব
চেয়েছিলি জানতে, এটুকুই শেষ কি-না!
তুই চলে যাবার পরও থেমে তো থাকেনি জীবন
একটার পর একটা ঘটনা
আরো কত গল্পের জন্ম দিয়েছে জানিস না তুই।
অতীতের সুবর্ণ দরজাটা খুলে উঁকি দেয় কত মুখ
কেউ সুখি করেছিল, কারো দুঃখ দেয়া চতুর রূপ
তোকে বলা হয়নি, এসবে কতটা অভ্যস্ত হয়েছি
জন্ম জন্মান্তরের দুঃখ এই এক জীবনেই বইছি।
বলেছিলি, তোরা না-কি বেশ সুখেই থাকিস
জীবনের খাতায় খুব বেশি আঁচড় পড়েনি
এমনটা কি করে হয়!
নাকি জীবন নিয়ে ভাবনাগুলো তোদের ভারী একপেশে!
নইলে আগুন জ্বলেনা কার মনে?
ডায়েরী নিতে পারিস, দুঃখ কি পেরেছিস নিতে?
স্রোতের মতো লাভায় জড়িয়ে নেমে আসা দুঃখ!
কাঁদিস না কল্পনা, সময় পেলে বরং এই জীবনবোধটা নিয়ে যাস
ডায়েরী মিছে, শুধুই কষ্ট ভোলার ছল
হৃদয় ছুঁয়ে দ্যাখ বন্ধু—
অজানা সব তথ্যে শিহরিত হতেই হবে
বর্ণিল জীবনের আড়ালে চলছে কতই না হিংস্র হোলীখেলা!
একটা পূর্নাঙ্গ কবিতা মানে কি জানিস?
লিখতে লিখতে আর ইচ্ছে থাকে না শেষ করবার
এই জীবনটার মতোই, জীবিতাবস্থার অসম্পূর্ন এক ডায়েরী!
একটা পূর্নাঙ্গ কবিতা মানে কি জানিস?
লিখতে লিখতে আর ইচ্ছে থাকে না শেষ করবার
এই জীবনটার মতোই, জীবিতাবস্থার অসম্পূর্ন এক ডায়েরী!
___ এটাই যেন সহজ এবং সত্য। অনেক শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু।
ধন্যবাদ বন্ধু আজাদ ভাই।
এমন অসাধারণ কবিতায় মুগ্ধ না হয়ে কি পারা যায় তুবা আপু !!
খুশি হলাম আপা।
বাহ্। জীবনটার মতোই, জীবিতাবস্থার অসম্পূর্ন এক ডায়েরী! এই হচ্ছে জীবন।
ভালো বলেছেন সুমন ভাই।
অসাধারণ অনুভূতি শ্রদ্ধেয় কবি তুবা দিদি।
ধন্যবাদ দাদা।
কবিতা মানে কি জানিস? লিখতে লিখতে আর ইচ্ছে থাকে না শেষ করবার জীবিতাবস্থার অসম্পূর্ন এক ডায়েরী!
ঠিক তাই রিয়া দি।
a symbolic life that can express the daily need of the soul.
অভূতপূর্ব কবিতা কবি বোন শাকিলা তুবা।
ধন্যবাদ সৌমিত্র দাদা।
অজানা সব তথ্যে শিহরিত হতেই হবে
বর্ণিল জীবনের আড়ালে চলছে কতই না হিংস্র হোলীখেলা!
* একটা পূর্ণাঙ্গ কবিতার স্বাদ পেলাম…
ধন্যবাদ কবি ভাই।