পাখ শিকারি ব্যাধ হয়েছি
কিম্বা কালো রত্ন জেলে,
মাঝরাতে মাছ ধরতে গিয়ে
চাঁদ ধরেছি ঘোলা জলে।
আঁশবটিতে চারাপোনা
কাটতে গিয়ে বেড়াল কাটি
মৃত্যু এসে দরজা ভেঙে
দেওয়াল বেয়ে হাঁটেচলে।
তেলের কিসিম হরেক রকম
গর্ভগৃহে জোকার হাসে
মাছের তেলে মাছ ভেজে যায়
শুকনো ডাঙায় নৌকা চলে।
ভাতের পাতে মাছ ফেললেই
রান্না মাছও জ্যান্ত হয়ে
মুখ ভেটকে ভেংচি কেটে
সড়াৎ গলে গঙ্গা জলে।
ছড়া পাঠের মতো হেলে দুলে পড়ার চেষ্টা করলাম, নাহ ছন্দও দেখি জায়গায় জায়গা নিয়ে খলবলিয়ে উঠে না। আবার গদ্যের মতো ট্রাই করেও বিপদ। ছন্দ এসে মাথা বিগড়ায়। এনিওয়ে থ্যান্কস ফর এভরিথিং কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা ভালোবাসাজন প্রিয় ভাইয়া।
কবিতাটি পড়লাম। কবিতায় অভিনন্দন কবি সৌমিত্র দা।
মেনে নিলাম কবি বোন সাজিয়া আফরিন।
এলোমেলো কবিতায় গোছানো শুভেচ্ছা নেবেন কবি।
একদম তাই কবি সুমন আহমেদ ভাই।
এভাবেই তো দাদার কবিতার মতো সব সাবাড় করে ফেলছি। শুভেচ্ছা জানবেন, শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা।
শুভেচ্ছায় ভালোবাসা জানবেন, শ্রদ্ধেয় কবি নিতাই দা।
symbolic.
Exactly Boss.
যাপিত জীবন।
ঠিক তাই কবি বোন।
মাছের তেলে মাছ ভেজে যায়
শুকনো ডাঙায় নৌকা চলে।
*


ভালোবাসা কবি হুসাইন ভাই।