সুন্দরের প্রকাশ

কোনো কোনো দিন সকালটাকে মনে হয় আশ্চর্য্য সুন্দর !
চারিদিকে অদ্ভুত প্রশান্তি আর স্বর্গীয় নীরবতা।
ঝিলে শ্বেতপদ্মের পাপড়ি ধীরে ধীরে হয় উন্মোচিত
ঘাসে ঘাসে শিশিরের মুক্ত এখনো কুয়াশায় ঘেরা,
জারুল ফুলের বেগুনি রঙে বাহারী পাঁচিল,
দুটো একটা শালিক আর চড়ুই খুঁটে খুঁটে খায়।
দুরের পাহাড় বিমূর্ত শিল্পের কারুকাজ নিয়ে
আপন মহিমায় ভোরের আলোকে জানায় সম্ভাষণ।
আজ এই বাসন্তিক মেঘের শুভ্রতায় শেষ হয়
গতকালের শীত – উপন্যাসের রাত্রি।

4 thoughts on “সুন্দরের প্রকাশ

  1. ভালো লাগা ছুঁয়েছে কবি আপা। অনেক অনেক শুভেচ্ছা…

    1. অনেক ধন্যবাদ ভাই | শুভেচ্ছা নিও |

  2. ঝিলে শ্বেতপদ্মের পাপড়ি ধীরে ধীরে হয় উন্মোচিত
    ঘাসে ঘাসে শিশিরের মুক্ত এখনো কুয়াশায় ঘেরা …

    __ চমৎকার কাব্য ভাবনা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।