(একটি প্রশ্নের উত্তরে এটি লিখেছিলাম। তবে বিষয়টি থেকে অনেকে উপকৃত হতে পারেন বিধায় এখানে দিলাম।)
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
✿ আসুন আমরা সর্বপ্রথম পবিত্র কোরআনের দিকে তাকাইঃ
১) তোমরা আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর। তোমাদের আমলসমূহ বরবাদ করো না। (সূরা-মুহাম্মদ, আয়াত-৩৩)
২) এবং আল্লাহ ও রাসূলের হুকুম মেনে নাও, যাতে দয়া করা যায়। (সূরা-আল ইমরান, আয়াত-১৩২)
৩) যদি তোমরা রাসূলের আনুগত্য কর, তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। রাসূলের দায়িত্ব তো শুধুমাত্র দ্বীনের দাওয়াত সুস্পষ্টভাবে পৌছিয়ে দেওয়া। (সূরা-নূর, আয়াত-৫৪)
৪) আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য এবং আল্লাহকে ভয় করে এবং তার নাফরমানী থেকে দূরে থাকে, এসব লোকই সফলকাম হবে। (সূরা-নূর, আয়াত-৫২)
*এছাড়াও দেখতে পারেন- (সূরা-নিসা/৫৯, সূরা-নিসা/১৩, সূরা-নিসা/৮০, সূরা-নূর/৫৩)
তাহলে পবিত্র কোরআন বলছে, অর্থাৎ মহান আল্লাহ তা’য়ালার আদেশ হল আপনাকে রাসূল (সাঃ) এর আনুগত্য করতে হবে।
✿ এখন রাসূল (ছা.)-এর আনুগত্য মানে কি?
ক. আল্লাহর রাসূল (ছা.) এর আদেশ নিষেধ সমূহ মেনে নেওয়া।
খ. তার নির্দেশিত পথ অনুসরণ করা।
গ. তার কার্যাবলী/ কর্মপদ্ধতি মেনে চলা।
ঘ. মোট কথা তিনি যেভাবে জীবন জাপন করেছেন, তা অনুসরন করা।
✿ হাদীস কাকে বলে?
হাদীছের সহজ সাধারণ সংজ্ঞা হল- “রাসূল (ছা.)-এর কথা, কাজ ও মৌন সম্মতিকে হাদীছ বলে।”
তাহলে দেখা যাচ্ছে রাসূল (ছা.)-এর আনুগত্য করতে হলে অবশ্যই হাদীছ মেনে চলতে হবে তথা তার পুরো জীবন পদ্ধতি, কথা, কাজ অনুসরণ করতে হবে। এবার আপনি যদি বলেন যে, কোরআনে থাকলে মানবো, হাদীসে থাকলে মানবোনা, তাহলে আপনি রাসূলের আনুগত্য করতে অস্বীকার করছেন। যেহেতু পবিত্র কোরআনে রাসূল (ছা.)-এর আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে, তাই আপনি পবিত্র কোরআনের সরাসরি বিরোধীতা করছেন।
✿ এবার আসুন যুক্তি দিয়ে বুঝার চেষ্টা করিঃ
আপনি যদি শুধু কোরাআন মানেন, বুখারী-মুসলিম তথা পবিত্র হাদীছ গ্রণ্থগুলোতে বর্ণিত হাদীছ না মানেন; তাহলে আমি আপনাকে প্রশ্ন করবো আপনি নামায পড়েন কি? কেন পড়েন? পবিত্র কোরআনে নামায প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, নামাযের আদেশ দেওয়া হয়ছে, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে তা বলা হয়নি!! নামায আদায়ের পদ্ধতি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের দেখিয়ে দিয়েছেন ও হাদীছে বলে দিয়েছেন। এখন আপনি শুধু কোরআন অনুসরণ করে কিভাবে নামাজ আদায় করবেন….!!!
✿ বিদায় হজ্জ্বের ভাষণে নবী করীম (ছা.) বলেছেন- “আজ আমি তোমাদের জন্যে দুটি জিনিস রেখে গেলাম- কোরআন ও সুন্নাহ (হাদীছ); যদি তোমরা তা অনুসরণ কর তাহলে তোমরা কখনো বিপথগামী হবে না”।
✿ আমাদের মনে রাখতে হবে যে, মহাপবিত্র কোরআনের ব্যাখ্যাগ্রন্থ হল হাদীছ। সুতরাং আপনাকে কোরআন ও হাদীছ উভয়টিই মেনে চলতে হবে। শুধু কোরআন বা শুধু হাদীছ নয়, বরং উভয়টিই মানতে হবে।
✿ মহান আল্লাহ তা’য়ালা আমাদের সবাইকে সৎপথে চলার ও তার উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমীন।
মহাপবিত্র কোরআনের ব্যাখ্যাগ্রন্থ হল হাদীছ। সুতরাং আপনাকে কোরআন ও হাদীছ উভয়টিই মেনে চলতে হবে। শুধু কোরআন বা শুধু হাদীছ নয়, বরং উভয়টিই মানতে হবে।
মহান আল্লাহ তা’য়ালা আমাদের সবাইকে সৎপথে চলার ও তার উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমীন।
আমীন।