আজ এক আশ্চর্য রাত!
চাঁদের উপচে পড়া জ্যোৎস্না
কুয়াশা ফিল্টার করে ছড়িয়ে দিচ্ছে
মৌন ঘাসের সবুজ সতেজ প্রাণে।
যদি তোমাকে পেতাম কখনো
এমন কোন আশ্চর্য রাতে,
বিষন্ন বিস্ময়ের বেড়াজাল ভেঙ্গে হয়তো
খুঁজে পেতাম জীবনের সুচারু মানে।
3 thoughts on “ভালোবাসার কাব্য – দুই”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অভিনন্দন প্রিয় কবি মোঃ সফি উদ্দীন। কাব্যের দ্বিতীয়াংশ পড়লাম।
অনেক ধন্যবাদ আজাদ ভাই।
স্বাগতম প্রিয় কবি।