ছুটির দিনে

অজান্তেই বুকের ভেতর ঢুকে গেছে
একটা কালো সন্ধ্যা
যার নাম রেখেছি চিরবিষাদ

হরিৎ সন্ধ্যায় সূর্য ডুবে গেলে
নিষিদ্ধ কিছু শব্দাবলী আমিও আওড়েছিলাম

তোমার ঠোঁটের ওপর একটা অদৃশ্য ছাপচিত্র আঁকা
প্রণয়সুতোয় বাঁধা আছে কালোরাত
বিশ্বাস- একটা নির্বোধ প্রেমের নাম

শূন্যতা ওড়াতে এবার দূত পাঠাচ্ছি
মুহূর্তগুলো উড়িয়ে দিও কোন এক শুক্রবার
ছুটির দিনে।

3 thoughts on “ছুটির দিনে

  1. প্রণয়সুতোয় বাঁধা আছে কালোরাত
    বিশ্বাস- একটা নির্বোধ প্রেমের নাম।

    ___ কথা একদম ভুল নয় কবি মি. মোকসেদুল ইসলাম। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. অনেক শুভেচ্ছা রইল কবি। কবিত ভাল লেগেছে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।