একরাত্রির ঘুম আবদার করছি তোমার কাছে
এমন কতো কালো রাত নির্ঘুম কেটে গেছে
মাছের আঁশের মতো খুলে নিয়েছে কেউ রাতের আংটায়
গেঁথে রাখা একবালিশ ঘুম
আহত চাঁদের কথা মনে রাখে নি কেউ
তবু আঁধারের মেনু নিয়ে ব্যস্ত থাকো তুমি
এই আমাকে দেখো নিঃস্ব আলোর সাথে যার বসবাস
হাত থেকে ছুটে যাচ্ছে মুহূর্তের সুখ
প্রত্নযুগের স্মৃতি নিয়ে কেউ কেউ তবু বেঁচে থাকে
যেমন বেঁচে আছি আমি একরাত্রির ঘুমের জন্য
শুধু এতোটুকু আবদার তোমার কাছে।
‘প্রত্নযুগের স্মৃতি নিয়ে কেউ কেউ তবু বেঁচে থাকে।’
যেমন বেঁচে আছি আমি এবং আমরা।
মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ মুরুব্বী
আহত চাঁদের কথা মনে রাখে নি কেউ
তবু আঁধারের মেনু নিয়ে ব্যস্ত থাকো তুমি
খুবই ভাল লেগেছে কবি।