কি লজ্জা

ঐ নদী বড় লজ্জা দিয়েছে
তার সমস্ত জলঢেউয়ে ভাসাবে-
সুগন্ধি ফুলের সৌরভ ছড়াবে!
তরীর উজানে যে সাহায্য করা দায়-
জোয়ার ভাটা সারা রাত ধরে
কি উত্তর কি দক্ষিণে হতে চায়?
নদীর স্বপ্ন জলে নীলময় বর্ষার তৃষ্ণা;
শুধু কাদামাখা নর যে অপেক্ষায়।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “কি লজ্জা

  1. শুভেচ্ছা জানবেন প্রিয় কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।