সারা রাত স্বপ্নরা ভীষণ দিয়েছে কষ্ট
ভাঙ্গতে চায় নি নৈঃশব্দের ঘুম !
হঠাৎ দু’পাঁজর হাড়ের আসে পাশে-
কুসুম বাগিচার ফুল ফুটে দিয়েছে দম;
সীমানায় একখানা ধৈর্য্যের বাঁধ আছে
তাও বা ভাঙ্গতে করে বাধ্য
কষ্টনীলেরা ক্ষণিকের হয় না সাধ্য
তবু আইলপাথারে জেগে থাকা
মধ্যকুটিরে নির্জন গন্তব্য
শুধু হাড় চায় জন্ম সুগন্ধি বাক্য।
‘তবু আইলপাথারে জেগে থাকা
মধ্যকুটিরে নির্জন গন্তব্য …’
___ অনেক সুন্দর অভিব্যক্তি। শুভ সকাল মি. সরকার। ধন্যবাদ।