ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালবাসতাম, সাদা খাতার পাতায় রং পেন্সিল আর তুলি নিয়ে যা ভালো লাগত তাই আঁকতাম, নিজের ইচ্ছে মতো পছন্দ মতো। প্রকৃতির সব রং গুলোকে ছুঁতে ইচ্ছে করত, ইচ্ছে করত সব রং গুলোকে নামিয়ে আনি আমার খাতার পাতায়। নীল আকাশে ভেসে যাওয়া সাদা মেঘগুলোকে মনে মনে কল্পনা করতাম কোন এক পরীর ডানায় ভেসে যাওয়া এক ঝাঁক সাদা পায়রা, কখনো বা মনে হতো মেঘের রাজ্যে ভেসে বেড়ানো আমার স্বপ্নের আসা নীল পরী, লাল পরী অথবা স্বপ্নে দেখা অচিন দেশের কোন এক রাজপুত্র।
লাল রং চিনেছি মায়ের কপালে পড়া বড় ওই সিঁদুরের টিপ দেখে, সবুজকে চিনেছি প্রকৃতি থেকে, কখনো আবার বৃষ্টির পরে যখন আকাশে রংধনু দেখতাম মনে প্রাণে রংগুলোকে একটা একটা করে আলাদা চিনতে চাইতাম। এই ভাবে নিজের স্বপ্নের দেশ থেকে কখন যে বাস্তবের মাটিতে পা রাখলাম, কখন যে বড় হয়ে গেলাম, আজও বুঝে উঠতে পারিনি। কঠিন বাস্তবে আছড়ে পড়তে গিয়ে কত যে টুকরো হয়েছি! তাই জানি সব জিনিস আমার জীবনে ক্ষণস্থায়ী। তাইতো হাতের মুঠি খোলাই রাখি, আঁকড়ে ধরিনা কোনকিছুই। যেসব সম্পর্ক বালির মতোই ঝড়ে গেছে, যেতে দিয়েছি। আর যারা থেকেছে আমাকে জেনে, চিনে, ভালবেসে, তাদের হৃদয়ের মণিকোঠায় যত্নে রেখেছি। তবুও জানি দিনের শেষে পরাজয় আমারই। সবকিছুই মেনে নিতে নিতে আজকাল পরাজয়ও মেনে নিই।
এতো কঠিন, এতো টুকরো হবার পরেও, কোথাও সেই ছোট্ট মেয়েটি আজও আমার মধ্যে বেঁচে আছে। তাই আজও আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, আজও আমি পূর্ণিমার রাতে চাঁদের সাথে নিজেকে ভিজিয়ে নিতে ভালোবাসি।আজও আমি পায়রাদের সাথে বকম বকম করি। আজও আমি ঝড়ের সময়ে দুহাত ছড়িয়ে ছাদে গিয়ে দাঁড়াই। অনুভব করি ঝড়। আমার মধ্যে আজও একটি দস্যি আমি লুকিয়ে থাকে। যা শুধু আমিই জানি, আর জানে, যে আমাকে আমার থেকেও বেশি চেনে, ভালোবাসে।
অসাধারণ এই স্বগোক্তি। কখনও কখনও জীবনেরও স্মৃতিচারণ থাকতে হয়।
নইলে যে জীবন জীবনের ভারে নুয়ে পড়ে। কেন জানি মানুষ নিজেকে সময় দেয়না।
ঠিক তাই প্রিয় বন্ধু।
আপনার জন্য শুভকামনা কবি রিয়া রিয়া।
আপনার জন্যও শুভকামনা সুমন আহমেদ।
এই সব টুকরো টুকরো স্মৃতি কথা নিয়েই আমাদের জীবন কবি রিয়া রিয়া।
ভাল বলেছেন কবি শাকিলা তুবা দি।
দারুণ লাগলো। শুভেচ্ছা ভরপুর।
ধন্যবাদ প্রিয় অর্ক দা।
অনবদ্য আপনার গদ্য দিদি
ধন্যবাদ কবি দা।
মানুষের জীবনের পরিধি অনেক ব্যাপক , অনেক বিশাল। আপনার লেখাটা পড়তে পড়তে গভীরে ডুবে যাচ্ছিলাম দি ভাই , আমার মনে হচ্ছিল এ যেন আমারই মনের কথা অন্য কেউ আপনার কাছ থেকে কলম দিয়ে লিখিয়ে নিয়েছে।
জীবনের ছোট ছোট অনুভূতির এক কোলাজ চিত্র টুকরো আমি। অসাধারণ প্রকাশ। শুভেচ্ছা…..
অতীতের স্মৃতি মুছে ফেলার নয়। তা পুরানো স্মৃতির ডায়েরি থেকে লেখা কাব্যটি আজ কবি সকলের সামনে তুলে ধরেছেন। পাঠে মুগ্ধ হলাম। প্রিয় কবিকে আমার আন্তরিক
প্রীতি ও শুভেচ্ছা জানাই। সাথে থাকবেন। পাশে রাখবেন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!