এলো এলার্জির বান

এলো এলার্জির বান

আকাশ ডগায় আলোর মিছিল
দিয়েছে গায়ের সারি;
রোদ পোহাতে চল না যাই-
মাঠের পথে ধানসিঁড়ি!
শালিক, ময়না, কত না সুরে গায়
সুখ বাতায়নের গান-
গা জ্বালা আর এলার্জিতে চাঁদ
সুর্যেরে হয় না বান
মিছিলের রব হবে অনল জ্বলবে হাত
এটা ভিশন রিষন করে খানখান-
পথের বাঁকে সোনার টিয়ার
যায় রে শুধু জান!
এবার বুঝি এলো রে ভাই
এলার্জির বান।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “এলো এলার্জির বান

  1. আকাশ ডগায় আলোর মিছিল … সুন্দর একটি লাইন।
    শুভেচ্ছা কবি মি. সরকার। অনেকদিন আপনাকে ব্লগে সক্রিয় দেখা যায় না। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।