তুমি চাইলে এনে দিতে পারি
বসন্ত-বিকেলের সূর্য
কপালের লাল টিপে,
বরষার মেঘ এনে দিতে পারি
শ্যামল ভুরু-বিন্যাসে,
বাঁকা নদী ঠোঁটে।
শিপ্রা, তুমি কী চাও!
কী পেলে তোমার দু’চোখ
নিসর্গের জোছনা ছড়াবে!
তুমি চাইলে এনে দিতে পারি
বসন্ত-বিকেলের সূর্য
কপালের লাল টিপে,
বরষার মেঘ এনে দিতে পারি
শ্যামল ভুরু-বিন্যাসে,
বাঁকা নদী ঠোঁটে।
শিপ্রা, তুমি কী চাও!
কী পেলে তোমার দু’চোখ
নিসর্গের জোছনা ছড়াবে!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ওয়াও !! ফ্যান্টাস্টিক !! খুব অল্প কথায় অসাধারণ।