ধন্য মাগো

ধন্য মাগো

ধন্য ক্ষণে ক্ষণে! জন্মেছি যে মায়ের কুলে
উঠান দ্বারে শিমুল পলাশ যায় ঝরে।
রক্ত জল যায় না কভু শুকে -শুকে-
আর্তনাদ বাহুবলে শুধু কাছে ডাকে!
নিরবে নির্জনে পদ্মা যমুনা আবহমানে
সে যে আমার মায়ের নয়নান্তরে
কে জানে কে জানে! অজ্ঞাহীন প্রভুরা কি ?
দুষ্টবাদর দলেরা কি আর বুঝে -বুঝে;
তবুও ধন্যকুলে কত না ফুল ফল ধরে-
সে তো তোমারী মা অম্লানে-অম্লানে
ধন্য মাগো তোমারী জন্যে।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “ধন্য মাগো

  1. আজ বিশ্ব মা দিবস … যে ভালোবাসায় বাঁধি খেলাঘর।

মন্তব্য প্রধান বন্ধ আছে।