পারিজাত

পারিজাত

আজকাল মনখারাপের দিনগুলোতে
আমায় ঘিরে থাকে সেই রাতচরা পাখি,

নীল চাঁদের দিকে ইচ্ছে ডানায়
উড়ে যেতে যেতে রেখে যায়,
এক টুকরো বিশ্বাস, ভালবাসা।

তখনও চোখ থেকে জল মুছে নেওয়া বাকি,
গ্রীষ্মের ঝিমলাগা দুপুর আঁচল পেতে
চেনা গন্ধ মেখে নিতে নিতে, মনে মনে ভাবি,
বর্ষা এখনো অনেক দূর।

মন খারাপেরা তবুও ফেরেনা বাড়ি।
একটুকরো মেঘ কার্নিশে এসে দাঁড়ায়,
পারিজাত হতে চেয়ে।

অজস্র ক্রিস্টালের মতো বৃষ্টি নামে,
আমার বুক জুড়ে, উঠোন জুড়ে।
কখনও অনেকটা সাগর যদি পাই,
তোকে আনবো, কোল পেতে, দেখিস।

তারপর,সাগরের বাতাস নিয়ে
মায়ের ওমের মতন মনের মাঝে,
ফুটে উঠবে ভোরের পারিজাত।

12 thoughts on “পারিজাত

  1. অজস্র ক্রিস্টালের মতো বৃষ্টি নামে,
    আমার বুক জুড়ে, উঠোন জুড়ে।
    কখনও অনেকটা সাগর যদি পাই,
    তোকে আনবো, কোল পেতে, দেখিস।

    সুন্দর লিখা প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মন খারাপেরা তবুও ফেরেনা বাড়ি।
    একটুকরো মেঘ কার্নিশে এসে দাঁড়ায়,
    পারিজাত হতে চেয়ে।

     

    * সুন্দর উপমায় অনবদ্য কবিতা…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. মন খারাপেরা তবুও ফেরেনা বাড়ি।
    একটুকরো মেঘ কার্নিশে এসে দাঁড়ায়,
    পারিজাত হতে চেয়ে।

     

    প্রিয় কবি আপনার  কবিতা দক্ষতা নিঃসন্দেহে  ঈর্ষনীয়

    আমি বরাবরই মুগ্ধ!

    তাই যখনি আসি লিখা খুজে  নিই…।

     

    অনেক ভালবাসা ও শুভ কামনা!!

মন্তব্য প্রধান বন্ধ আছে।