অবজ্ঞা

ও চাদ তুই ফিরে যানা বাড়ী
আধার এখন একান্ত আমারি।
পুরে যাব আমি
স্মৃতির আগুনে
তোর সাথে আমার আড়ি।
কেন যে ফুলের গন্ধ টানছ আমাকে
জান না কেন ভালো থাকি কাটার আঘাতে।

…….. অসমাপ্ত

কাব্যকাল সম্পর্কে

কবিতা লেখার প্রবল ইচ্ছা থেকে কবিতা লেখা। কবিতা হিসেবে আলোচিত হোক বা না হোক এইগুলো আমার কবিতা। আমার ভালবাসা। বি:দ্র: নিজের পরিচয় বা সম্পর্কে বলতে শ্রেফ ভালো লাগে না।

5 thoughts on “অবজ্ঞা

  1. সিম্পলি বেস্ট ওয়ান। অসমাপ্ত একদিন সমাপ্ত হোক কবি কাব্যকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অর্ধ সমাপ্ত কবিতায় শুভেচ্ছার সাথে সাথে অপেক্ষা শব্দটিও লিখে গেলাম ভাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।