নিজকিয়া ২৫
আজকাল বেশিক্ষণ ভেসে থাকতে পারি না
ক্লান্ত হচ্ছি প্রতিদিনের মস্তিষ্ক বিপননে;
ভালো লাগেনা, সেই একই রাগ অনুরাগের পুণরাবৃত্তি
নিত্যনৈমিত্তিক চেনা অচেনা মুখ বদল
আর এই দুঃখ, এই সুখ …
শান্তিপুর ডুবু ডুবু ন’দে ভেসে যায়
বুদ্ধিমান মানুষেরা ক্রমশঃ দুর্লভ প্রজাতির জীব হয়ে যাচ্ছে,
দেখতে দেখতে অনুভূতি গুলো ভোঁতা হয়ে যায়
শকুনের হর্মোন শিরায় শিরায় বাহিত হয়ে
মস্তিষ্কের খাঁজে পৌঁছে গেলেই শিউরে ওঠে হৃদপিন্ড…
আর তখনই বুঝতে পারি, হে প্রভু –
কখন যেন এই অন্ধকারে অ্যাডিক্টেড হয়ে গেছি!
হ্যাঁ। এইবার নিজকিয়া ক্রমিকের ২৫ কবিতা পড়া হলো।

কেননা নিজকিয়া ২৬ পড়ে নিয়েছি আগেই। এবার ঠিক হলো।