খুব আদরে ডাকি প্রিয়কে
মধ্যরাতে তার চিবুক ছুঁয়ে আকাশ দেখি
তাকে আজন্ম শুশ্রূষা করি
নিস্তব্ধ রাতে গাছেদের সংলাপ শোনা যায়
থোকা থোকা নিরাময় ফুল দিয়ে
তার গায়ে শীতল চন্দনের প্রলেপ দিই
অরণ্যদেবীর মায়ায় তার চোখে
জোছনার শীতল প্রলেপ লাগিয়ে ঘুম পাড়াই
ঘুমে সে স্বপ্ন দেখে হেসে ওঠে
হাত বাড়িয়ে আঁচলটা টেনে চোখ ঢাকে |
3 thoughts on “নিরাময়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
“মধ্যরাতে তার চিবুক ছুঁয়ে আকাশ দেখি !!!”
*খুব ভালো লাগলো আপনার প্রিয় বন্দনা । মধ্য রাতের আকাশের রঙ কি কবি ? গাছেদের সংলাপই বা কেমন ?
কবিতায় শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় কবিবন্ধু।
আমার আন্তরিক ধন্যবাদ যেন সবাই |