অন্তহীন পরিক্রমা

যখন প্রেম ও ভালোবাসার পার্থক্য নিয়ে
অনেক আলাপ আলোচনা চলে তখন
দুপুরগুলো আকাশকুসুম ভাবনায় কেটে যায় ।

অন্তহীন অপেক্ষার আঙুল ধরে গভীর ভাবনায়
এক একটি দিন অপরূপ কোনো আলোর অপেক্ষায়
গভীর অন্ধকার ছেনে নিয়ে আসে ।

আলো বস্তুত আঁধারেরই এক রূপান্তর
আমাদের সঞ্চয়গুলি সামুদ্রিক হাঁসের মত
মগ্ন সাঁতারে সমুদ্রতীর পরিক্রমা করতে থাকে ।

6 thoughts on “অন্তহীন পরিক্রমা

  1. “আলো বস্তুত আঁধারেরই এক রূপান্তর”
    * প্রকৃতই তাই কবি !

  2. “অন্তহীন অপেক্ষার আঙুল ধরে গভীর ভাবনায়
    এক একটি দিন অপরূপ কোনো আলোর অপেক্ষায়
    গভীর অন্ধকার ছেনে নিয়ে আসে ।,,
    অনেকটাই অস্পষ্ট লাগলো সর্বশেষ চরনে।

  3. অন্তহীন অপেক্ষার আঙুল ধরে গভীর ভাবনায়
    এক একটি দিন অপরূপ কোনো আলোর অপেক্ষায়
    গভীর অন্ধকার ছেনে নিয়ে আসে ।

    আপনার লিখা মন্তব্য করার সাহস আমার নাই। মুগ্ধতায় ডুবে যাই https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. ‘যখন প্রেম ও ভালোবাসার পার্থক্য নিয়ে
    অনেক আলাপ আলোচনা চলে তখন
    দুপুরগুলো আকাশকুসুম ভাবনায় কেটে যায়।’

    সত্যালাপে অভিনন্দন প্রিয় বন্ধু। :)

  5. অনেক ধন্য সবাইকে এত সুন্দর মন্তব্যের জন্য |

মন্তব্য প্রধান বন্ধ আছে।