ডিজিটালিয় উন্নয়ন
রমজান মাসে সংযম করি
আল্লাহ পাবার আশায়
পাহাড় প্রান্তে সোনার ছেলেরা
লাশের বন্যা ভাসায়
তাহাদের নাই সংযম কোন
তার নাই প্রয়োজন
তাহাদের আছে উন্নয়ন আর
আছে ডিজিটাল মন
উন্নয়নের ভেলায় চড়িয়া
ডিজিটাল দেবে পাড়ি
খানিকটা না হয় পুড়লে পুড়ুক
উপজাতি ঘরবাড়ী
সোনার পুত্র কন্যা তাহারা
করে তারা সোনা চাষ
দেশটা মোড়াবে সোনায় সোনায়
এই তাহাদের আশ
উপজাতি যদি পোড়ে দুইচার
তেমন তো ক্ষতি নাই
সোনা ডিজিটাল উন্ন-নয়ন
আমরাও এটা চাই…
আফসোস যে, এমন উন্নয়নের জোয়ার থেকে জাতি আর বেরুতে পারবে না।
ব্যক্তি মানুষের নৈতিকতা ও দূরদর্শিতার উন্নয়ন না হলে জাতীয় জীবনে উন্নয়ন এমনি অবনয়নের কারন হয়ে দাঁড়াবে এটাই স্বাভাবিক ।