চাঁদ ডুবে গেলে
আমাদের একটা ছায়াঘর ছিল-
খুব রোদ্দুরের দিনে চুপচাপ পাতাঝরার শব্দ শোনার জন্য
তখন–
আবছাম্লান নীহারকণার মতো স্বপ্নেরা উড়ে উড়ে যেতো চারপাশে।
আমি রাতকে বলেছি আরো কিছুটা সময় থেমে যেতে ;
নীলজোনাকীরা যেটুকু সময়—
সোনালীআগুন জ্বালিয়ে রাখে মুঠোর ভেতরে।
ঝিঁঝিপোকারা কথা দিয়েছিল কণ্ঠে তুলে দেবে গুনগুন গুঞ্জরণের
ঝিনিকিঝিনি সুর।
খুব ভীরুতায় রাত বললো–
সেও থাকতে পারেনা চাঁদের পাহারা ছাড়া ;
চাঁদ ডুবে গেলে
সেও চলে যাবে।
থেমে গেল নক্ষত্রের সব কোলাহল।
চাঁদ ডুবে গেলে রাত নিভে যায় ।
কেন যে …
চাঁদ ডুবে গেলে রাত নিভে যায়। … ক্ষয়ে যেতে যেতে জীবন প্রদীপও নিভে যায়।
অপেক্ষা এবং প্রয়োজনীয়তাই শুধু তার জায়গাতেই রয়ে যায়।
শুভ সকাল আপা। সালাম জানবেন।
স্মৃতি-জাগানিয়া।
ভালো লাগলো।