লুপ্ত যত উপ্ত কথা
হাতদুটো হাতে রাখলে কালবৈশাখী
থমকে গিয়ে হাততালি পূর্ণ হয়
ষাঁড়াষাঁড়ির বাণ ডাকে।
ঠা ঠা রোদ্দুরেও মাটি কনসিভ করলে
লুকিয়ে বাড়তে থাকে বীজতলা
মাটির নিচে ভরন্ত মাস।
হাওয়া কেটে শাঁইশাঁই উড়ে গেলে
পেছনে পড়ে থাকে আবর্জনা ছাই অবশেষ
ছিমছাম দিগন্ত হাসে।
লাল নীল সবুজের কল্পমানুষ
হাতুড়ি ছেনির ছেনাল টানে টানে
বাদামি সত্যি মানুষ হয়।
কবিতায় শুভেচ্ছা রাখি প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। শুভ সকাল।
ভালোবাসা প্রিয় ভাই। শুভ সন্ধ্যা।
“হাতুড়ি ছেনির ছেনাল টানে টানে

বাদামি সত্যি মানুষ হয়।”
ভালোবাসা কবি মোকসেদুল ইসলাম ভাই।
হাতদুটো হাতে রাখলে কালবৈশাখী
থমকে গিয়ে হাততালি পূর্ণ হয়
ষাঁড়াষাঁড়ির বাণ ডাকে।
*সেই সাথে পূর্ণ হয় কিছু আকাঙ্খা ! শুভ কামনা কবি !
ধন্যবাদ আনিসুর রহমান ভাই। ভালোবাসা।
সফল এবং সুন্দর কবিতা।
ভালোবাসা কবি বোন শাকিলা তুবা।
হাওয়া কেটে শাঁইশাঁই উড়ে গেলে
পেছনে পড়ে থাকে আবর্জনা ছাই অবশেষ
ছিমছাম দিগন্ত হাসে।
চমৎকার কবিতা প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা ভালোবাসা কবি সুমন আহমেদ ভাই।
যত সব কথা সবি ঐ কবিতার বন্ধনে আঁটা।
সোজা কথায় খুশি হলাম আবু সাঈদ আহমেদ ভাই।
সময়ের অভাবে অনেক সময় আপনার অনেক লেখায় মন্তব্য লিখতে মিস করি দাদা। কিন্তু ফলো করি! আমি কিন্তু আপনার সুলেখার প্রেমিক।
খুশি হলাম কবি নিতাই বাবু।
সমায়েয় অভাবে আপনার বেশ কয়টা লেখা পড়তে পারি নাই । আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।
(লাল নীল সবুজের কল্পমানুষ
হাতুড়ি ছেনির ছেনাল টানে টানে
বাদামি সত্যি মানুষ হয়।)
শ্রদ্ধা রইল সৌমিত্র চক্রবর্তী ।
সম্মান সালজার রহমান সাবু ভাই। ভালোবাসা।
বাহ খুব সুন্দর কবিতা। মন কাড়া। অনেক শুভেচ্ছা।
ধন্যবাদ কবি সাইদুর রহমান ভাই।