অপবিত্রতা
হঠাৎ ভোরের আলো বাতাসের
ছুঁয়াতে, অপবিত্রতা মেখে গেলো-
পবিত্রতার উষ্ণপাথর থমকে গেলো!
কর্মচিন্তারা সারাবেলা অন্ধ থাকলো;
সন্ধ্যার শীতল বাতাস নেমে এলো।
ছাইমাখা ধূসরগন্ধ যেনো এলোমোলো-
তবুও আপাদমস্তক জুড়ে অনুভূতির
উষ্ণপাথর অপবিত্রতা রয়েই গেলো!
শুধু পবিত্রতা আমার কানঘেষা ডুমুরফুল-
আস্তে আস্তে ঝরে যাচ্ছে সত্যের বকুল।
আস্তে আস্তে ঝরে যাচ্ছে সত্যের বকুল।
ভালো লিখেছেন প্রিয় কবি মি. সরকার। শুভ সকাল।
ভালো লিখেছেন কবি !