নিজকিয়া ২৭
যদি বলি, যাই
মেনে নেবে?
অসম্পূর্ণ বর্ষায়
তিল ছাদ খুঁজে
কার্ণিশ বেয়ে
উঠে আসে ময়াল,
চুমু দেবে বিষহীন
ভয়াল ব্যাদানে?
ঘুঙুর খুলে রাখা
শ্রান্ত নাচমহল
দিনের বিরামসময়ে
ভুলে যায়
মুজরো অতীত!
যদি বলি, আসি –
মেনে নেবে?
ডাকবে দুহাত ছড়িয়ে!
সিম্পলি বেস্ট প্রিয় কবি সৌমিত্র।
চমৎকার কবিতায় শুভেচ্ছা জানুন কবি দা।