আমার সাধারণ পাপ ও সাধারণ পূণ্য

আমার সাধারণ পাপ ও সাধারণ পূণ্য
———————-
প্রতিদিন আমি কিছু পাপ করি
ইচ্ছায় ,অনিচ্ছায়,কিংবা আমার ভাগ্যে লেখা ছিল বলে

রাস্তায় হাটব –বেগানা নারীদের দিকে তাকাব
এ পাপটা না করলেও আমার কোন ক্ষতি হবে না
কিছু মিথ্যে কথা না বললেও আমার
লাভ ক্ষতির কোন প্রশ্ন নেই

জীবনের প্রয়োজনের নামে ঘুষ দেব খাব
কোন রকম মনকে বুঝিয়ে সুদের টাকাটাও
পকেটে পুরে নেব

ঘুমানোর জন্য আমার একটি রুম যথেষ্ট
কিন্তু দুতলা প্রাসাদে শুয়ে শুয়ে আমি
দশ তলার স্বপ্ন দেখি
কালকে বাঁচব কিনা জানিনা
আগামী একশ বছরের খাবার সংগ্রহ করে রেখেছি

প্রতিদিন আমি পাপ করি-ইচ্ছায় –অনিচ্ছায়

পরিষ্কার প্লেটটিতে ময়লা পড়লে যেমন ধৌত করতে হয়
শোয়ার আগে বিছানাটা ঝেড়ে ঘুমোতে হয়
এরকমভাবে আমি আমার অন্তরের যত্ন করতে পারিনি ঠিকই
তবে পাপ করি বলেই আমি মানুষ

আফসোস করি আর খোদার কাছে ক্ষমা চাই
ছাদে উঠার জন্য যেমন সিঁড়ি লাগে
প্রতিদিন পাপ করে খোদার কাছে ক্ষমা চাই
পাপ আমার ছাদে উঠা সিঁড়ি
আমি নিষ্পার হতে চায়নি
নিষ্পাপ হলে যদি খোদাকে ভুলে যায়

আবার পাপকেও যে খুব পছন্দ করি তাও নয়
যায় হক এটা খুব পরিষ্কার যে
শত চেষ্ট করেও আমি নিষ্পাপ হতে পারব না
আবার প্রতিদিন কিছু ভাল কাজও আমার দ্বারা হবে

রাস্তাতে গাড়ীর চালানোর সময় শত শত মানুষকে
অতিক্রম করেছিলাম
একটিকেও চাপা দিয়নি

প্রতিদিন আমার কানের পাশ দিয়ে আরো কত পাপ
ও অন্যায় করার সুযোগ চলে যায়-সেগুলোকে এড়িয়ে চলি
এগুলো হয়ত আমার সাধারণ পূণ্য

হাতে ছুরি থাকলে হয়ত খাবার প্রয়োজনে একটি হাঁস কিংবা
মুরগী জবাই করতে পারি
পৃথিবীতে আরো হাজার হাজার হাঁস মুরগী আছে
সেগুলো আমার ছুরির নীচে পড়েনি

কোন মানুষও আমার ছুরীর নীচে পড়েনি
গুটি কয়েক আম পেঁয়ারা ঝাল মরিচ ছাড়া
এটাও আমার সাধারণ পূণ্য

যাইহক এতগুলো পূণ্য ও এতগুলো পূণ্য নিয়ে
আমি মানুষ খোদার সামনে চুপচাপ বিনয়ী
অবাক চোখে দিখছি পাপ পূন্যের পৃথিবীকে।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

2 thoughts on “আমার সাধারণ পাপ ও সাধারণ পূণ্য

  1. পাপের হিসাব মিলে গেছে
    পুন্যের হিসাব মিললো কই ?

  2. নিজে ভালো থাকুন এবং আপনার পাশের মানুষের প্রতি লক্ষ্য রাখুন।
    তাহলেও আমাদের সমাজ হয়ে উঠবে শুদ্ধ। শুভেচ্ছা আপনার জন্য। শুভ সকাল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।