নিজকিয়া ২৮
দিতে পারো যদি
চলে যাব
চেটে নেব উপোসী জিভে
না বলা গাছেদের কথা
প্রাচীন দুঃখ যত আর
বৃক্ষশাখায় বাঁধা মনস্কামনা,
অহংকারী পায়ে ঠেলা
শুদ্ধ আকুতি যত –
সেইসব না শুনেই চলে আসা
জলেদের শুস্ক বিবাদ,
একদিন চলে যাব ঠিক
শুধু একবার
একবার ডেকে দেখো!
চমৎকার লিখন প্রিয় কবি সৌমিত্র।