স্বপ্ন বিলাস

স্বপ্নে কতকিছুই দেখতাম –
ময়ূরপঙ্খী রং এর মেঘের ফুল,
ঘাস ফড়িঙ এর সাথে গোল্লাছুট খেলা,
রং বেরং এর প্রজাপতিদের ডানায় চড়ে
ফুলের পরাগ মেখে একাকার হয়ে যাওয়া।
বিসমিল্লার সানাই, পক্ষীরাজ ঘোড়া।

কত কিছু ভরে নিতে চেয়েছিলাম হাতের মুঠোয় ,
এক আকাশ তারার কুচি,
মাটির উঠোন, সন্ধ্যা প্রদীপ, ভালোবাসা, সম্মান, বিশ্বাসের সাথে তোমার হাতে হাত রেখে চলতে।
ভোরের নরম রোদের সাথে লুকোচুরির খেলায়,
সাথে নিতে চেয়েছিলাম শুধুই তোমায়।

এখন সব রূপকথা চুপকথা হয়ে গেছে।
তলিয়ে গেছে সব গভীর থেকে গভীরে।
উথাল পাথাল দখিন হাওয়ায় ভাসেনা আমার ঘর।
জীবন তুমি শুধুই আগুনে পুড়িয়েছ আমাকে।
নিঃসঙ্গতা আমারই মতো গুনগুন
করে আমার কাছে সারাক্ষণ।

স্বপ্ন বারবার ভুল বুঝে দুরে চলে যেতে চেয়েছ।
বলতে পারিনি আমি,বোঝাতে পারিনি আমি,
আমার ব্যর্থতা মাথা কেটে রাখতে পারিনি
ভালোবাসার প্রমাণ হিসেবে তোমার পায়ের কাছে।
কালের চক্রে রক্তাক্ত মনকে লুকিয়েছি আজও।

মনের খুব কোণে একটাই গোপন ইচ্ছে লালন করি মৃত্যু একদিন আমাকে বিশ্বাস করে ভালোবেসে
তার বুকে জড়িয়ে নেবেই।
শান্তি ফিরে পাবো আগুনের চুল্লিতে,
ভালোবেসে, বিশ্বাসে, চিরদিনের মতো।

19 thoughts on “স্বপ্ন বিলাস

  1. ‘ভোরের নরম রোদের সাথে লুকোচুরির খেলায়,
    সাথে নিতে চেয়েছিলাম শুধুই তোমায়।’

    ____ অসম্ভব মুগ্ধতায় পাঠ করে গেলাম প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. শান্তি ফিরে পাবো আগুনের চুল্লিতে,
    ভালোবেসে, বিশ্বাসে, চিরদিনের মতো।

    অভিনন্দন কবি রিয়া। ঈদ মোবারক। :)

    1. শুভেচ্ছা প্রিয় কবি সুমন দা। ঈদ মোবারক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. স্বপ্নপুরের স্বপ্ন পুরুষ
    আজও কেন বহু দূর
    আসবে কখন আপন ঘরে!
    জীবন করে সুমধুর।

    শুভেচ্ছা জানবেন প্রিয় বোন রিয়া।

  4. টি২০ ক্রিকেটের মত জীবনও দ্রুত রঙ বদলায়। দ্রুত ভালো থেকে খারাপ হয়, এরপর খারাপ থেকে ভালো। তবে যত বেশি গুরুত্ব দেয়া হয়, নিজের গুরুত্ব তত কমে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

    1. ঠিক বলেছেন দাদা। শুভেচ্ছা গ্রহণ করুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।