আত্ম – বিশ্লেষন – ০৩

আজও জীবনের চাওয়া পাওয়া গুলি ক্ষয়ে ক্ষয়ে যায়
বিষন্নতায় ভরে থাকে রাতের বাসরের প্রতিটি ক্ষন,
অনুভূতিহীন শরীরে শরীরে ঘর্ষন
হৃদয় মন পিষে ক্ষয় হয় অব্যক্ত বেদনায়।
যেন পরিপূর্ন চেতনাবোধের অবসান।
শিউলী ও কামিনী ফুলের সুভাস ও সৌন্দর্য মিশ্রিত ভোর।
বন-উপবনে পুষ্পের ছড়াছড়ি,
নয়ন-মন, হৃদয়কে করে তোলে মুগ্ধ।
নদীর তীরে কাশফুলের কমল-ধবল রূপে মাতোয়ারা প্রকৃতি
জ্যোসনা-প্লাবিত রাতে জাগে স্বপ্নের শিহরণ।

2 thoughts on “আত্ম – বিশ্লেষন – ০৩

  1. কী অদ্ভুত ভাবেই না মাত্র দশ লাইনে জীবনের অনুভূতি গুলোন বলে গেলেন !!
    বিমুগ্ধ চোখে আত্মস্থ করলাম মি. হামিদুর রহমান পলাশ। ভালো লিখেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কবিতা কে কবিতা হওয়ার জন্য কোন শব্দের বাড়াবাড়ি সত্যি যে দরকার নেই তা আরেকবার প্রমানিত হল। শুভকামনা কবি ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।