আহা কি নম্রতা

আহা কি নম্রতা

শীতল গাছের নম্রতার অর্থ কি?
বুঝার এতটুকু ছায়ার সমতা-
বিশ্লেষণ পায় না বিবেকের বিনম্রতা;
তবে কি ক্ষমতার নিঠুর পাতিলপুড়া নগ্নতা-
নম্রতার প্রচ্ছদ প্রকাশ করলেই বুঝি
চেপে ধরে অসম্ভব ক্ষমতা-
আহা মালিক ! বাড়িওয়ালা !
প্রভুত্বের রূপবান আর-
আমি পাট সিন্টাওয়ালা- আহা বাড়িওয়ালা!
স্বার্থের পোচা মুলের হচ্ছি ঝালাপালা-
ক্ষমা কর ত্রিধরণীর আসল সৃষ্টিকর্তা-
নম্রতা দাও যত অহংকার আর ক্ষমতা।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “আহা কি নম্রতা

  1. ক্ষমা কর ত্রিধরণীর আসল সৃষ্টিকর্তা-
    নম্রতা দাও যত অহংকার আর ক্ষমতা।

    পরম করুণাময় আল্লাহতাআলা নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন। আমীন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ক্ষমা কর ত্রিধরণীর আসল সৃষ্টিকর্তা-
    ক্ষমা কর !

  3. নম্রতা একপ্রকার রহমত। এটি সকলে পায় না।

মন্তব্য প্রধান বন্ধ আছে।