মেনে চলি
মাগো, মেনে চলি তোমার সকল কথা
যারা বয়সে বড়,করি তাদের মান্য;
ছোট বড় সবার সনে রাখি সখ্যতা
দিই যতটা পারি যাদের আছে দৈন্য।
পড়াশোনায় দিই অশেষ মনোযোগ
সময়ে সদাই করি কত খেলাধুলা;
দিই আর্ত পীড়িতেও সেবা সহযোগ
বলেছো যে দিতে প্রেম নয় অবহেলা।
সারাদিন চলি সে তোমার কথামত
ঈদ পুজোতে যত গরীব আশে পাশে;
দিই খাবার কাপড় আরো খুশী যত
তোমার মতই কাছে টানি ভালোবেসে।
বলেছিলে শেষে, যেন গো মানুষ হই
ভালোবাসি মানুষ, এ মানুষেই রই।
চতুর্দশপদী কবিতা।
সুন্দর মেনে চলা অনেক স্যালুট কবি ও কবিতা কে
অনেক ভালো হয়েছে ভাই
সারাদিন চলি সে তোমার কথামত
ঈদ পুজোতে যত গরীব আশে পাশে;
দিই খাবার কাপড় আরো খুশী যত
তোমার মতই কাছে টানি ভালোবেসে।
সুন্দর।
* সার্থক সনেট কবি…