নয়ত বসুধা মিছে

নয়ত বসুধা মিছে

কে বলেছে তোমায় তুমি আমার পর
ছড়াও সুগন্ধ সৌরভ, হই উন্মাদ;
কখন হারিয়ে যাও, মনে লাগে ডর
এতোই সুন্দর যে তুমি,হারে ঐ চাঁদ।
এ হৃদয়ে তুমি যেন সে এক পৃথিবী
দিবানিশি যারে আমি বারে বারে খুঁজি;
সবি ম্লান,উজ্জ্বল শুধু তোমার ছবি
অন্তরে আছো, প্রেমফুলে অপ্সরা সাজি।

না পেলে ভালোবাসা অনুভবি শূন্যতা
হৃদয়খানি ভেঙ্গে হয় তবে চৌঁচির;
নীরবতায় তোমার, পাই সে বারতা
যেন এ প্রেম তোমার, কত সুগভীর।
পড়ে আছি তাই ভালোবাসারই পিছে
পরই আপন, নয়ত বসুধা মিছে।

চতুর্দশপদী কবিতা

3 thoughts on “নয়ত বসুধা মিছে

  1. “না পেলে ভালোবাসা অনুভবি শূন্যতা
    হৃদয়খানি ভেঙ্গে হয় তবে চৌচির;
    নীরবতায় তোমার, পাই সে বারতা
    যেন এ প্রেম তোমার, কত সুগভীর।”

    ___ নিঃসন্দেহে চমৎকার একটি লিখা। অভিনন্দন প্রিয় কবি মি. সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. এ হৃদয়ে তুমি যেন সে এক পৃথিবী
    দিবানিশি যারে আমি বারে বারে খুঁজি;
    সবি ম্লান,উজ্জ্বল শুধু তোমার ছবি
    অন্তরে আছো, প্রেমফুলে অপ্সরা সাজি।
    //একেকটি চতুর্দশপদী কবিতার জন্ম নিঃসন্দেহে অনেক সাধনার ফসল ! অভিনন্দন কবি সুন্দর এই কবিতার জন্য !

মন্তব্য প্রধান বন্ধ আছে।