আমার এ চোখের ফ্রেমে

আমার এ চোখের ফ্রেমে

ফ্রেমে বাঁধানো সুন্দর ছবি
দেখি, নিয়তই পাই ধোঁকা;
ঐ সবুজ মাঠ, দীপ্ত রবি
আমি তবে আহাম্মক বোকা ?

ঐ যে মাতাল সমুদ্র ঢেউ
যেন যৌবনের চঞ্চলতা;
আড়ালে আবার হাসে কেউ
দেখে পুষ্প অলির সখ্যতা।

শিশির ঘাসে দারুণ প্রেম
ঘুরে প্রজাপতি বাগে বাগে;
আজগুবি লাগে ঐ সে ফ্রেম
ঝর্ণা বয় কল কল রাগে।

আমার এ চোখের ফ্রেমে
আছে বন্দী আজে বাজে সব;
বাড়ে দীর্ঘশ্বাস ক্রমে ক্রমে
কলহ দ্বন্দ্ব, আছে রণরব।

নেই সবুজ শ্যামল ভূমি
মাঠে নেই ঐ স্বর্ণ ফসল;
মানুষ সবাই আকাশ গামী
সুখীও তবে যারা সবল।

নেই জলধারা, গাছপালা
ছবিতে অগনিত মলিন মুখ;
অশ্রুধারা, শুধু ছলকলা
অস্থিসার, ভাঙ্গা কতক বুক।

3 thoughts on “আমার এ চোখের ফ্রেমে

  1. বরাবরই পদ্য লিখার একনিষ্ঠ ভক্ত আমি।
    কবিতায় আকুলতা অথবা অনুচ্ছাস থাক না কেন আমার ভালো লেগেছে।

    শুভেচ্ছা জানবেন প্রিয় কবি মি. সাইদুর রহমান। শুভ সকাল। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। শুভেচ্ছা রইলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।