কেমন এ উত্তরণ
জনম লগনে দেখিনু কত সুন্দর ভুবন
যখন এলো তবে শৈশব কিশোর ক্ষণ
ছিঁড়ে গেল সহসা মার কোলের বাঁধন।
পেলাম কত বন্ধুজন
ভেবেছি শুধু খেলায় বুঝি কাটে জীবন
শুরু তবে কতো সব বই পত্তর পঠন
বুঝিনি কখন যে উঁকি দিয়েছে যৌবন।
অনুভবি কি শিহরণ
হৃদয়েও জাগে প্রেম মমতা অনুক্ষণ
খূঁজে ফিরে যেন এক সম্মোহনী মন
তবু কেন যেন কেঁদে যায় সে মিলন।
রিপুর অদ্ভুত আক্রমণ
লোভ মোহ ক্রোধের সে কি আস্ফালন
কোমল মনেও ঘটাতে সক্ষম বিবর্তন
রয় কৈ আক্ষেপ হোক তা শোষণ দলন।
বুঝিনি উত্থান পতন
যদিও তবে সকাল, দুপুর, গোধূলি ক্ষণ
মহাকাল থাকে নাকি কোথাও গোপন
ভাবিনি, হাসে মিটি মিটি ঐ সে মরণ।
কেমন এ উত্তরণ … এ কেমন উত্তরণ
জনম লগনে দেখিনু কত সুন্দর ভুবন।
___ চমৎকার অনুভব জড়ানো লিখা। অভিনন্দন মি. সাইদুর রহমান।
অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। শুভ কামনা।
ভীষণ ভালো লেখা
অসংখ্য ধন্যবাদ রিয়া রিয়া।