সামনে যুদ্ধোরত মাঠ

সামনে যুদ্ধোরত মাঠ

সামনে কঠিন যুদ্ধোরত মাঠ দেখছি
সেখানেই সৈনিক শুধু আমি একা-
জানি না কতটুকু হবো পরাজয় না বিজয়।

তবে এতটুকু হবে বুঝি রক্তক্ষরণ
এর চেয়ে চিরমুক্তি চাই সমর্পণ-
শুধু সামনে আমার যুদ্ধোরত ক্ষণ
যাচ্ছে হয়ে আস্থা বিশ্বাসে কৃপণ;

সময় আসছে কেমন মৃলিনময় কঠিন?
ভাবতে লাগে নোনা রোদনে রুটিন-
এ আমার হতে যাচেছ কোন মরনে বুটিন।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “সামনে যুদ্ধোরত মাঠ

  1. আমার সকলের সামনে এখনও যেন যুদ্ধরত মাঠ অপেক্ষা করছে।
    জীবনের ধায় অধ্যায় এখনও মসৃন নয়। কোন যুদ্ধের অপেক্ষায় জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।