মনের জীবন

নিশ্বাস যায় যায়, ঘুরেফিরে প্রার্থনা, হাতটা পড়ে আছে পাশে, স্নায়ুতে থেমে থেমে বাঁচার আকাঙ্ক্ষা, লোভী মন, মৃত্য খণ্ডাতে একের পর এক অভিনয়, নবাগত হয়ে মরণ জয়ের নেশা, পাপ পূণ্যের পিটে ঠেসেঠুসে নতুন একটি দিন, আবার অবুঝ বাসনা, পরের দিন যে অনিন্দ্য সুন্দর!

বর্ষার বিয়োগে শীতের আগমন ,প্রকৃতির মতো নির্জীব জীবন
মানুষ নয় প্রাণী হয়ে ভাবি একি খসখসে যন্ত্রনা-
ঘড়ির কাঁটায় ফিরে আসে সময়, জীবন ক্ষয়ে ক্ষয়ে, বয়সের
ভারে নতজানু দার্শনিকের চুল ঝরে, রহস্যের বরফ জমাট বাঁধে-

মাথা পা টলছে, কাঁপছে পৃথিবী ,নেশায় মত্ত না হয়ে নেশাতুর,
পাওয়া আজ না পাওয়ায় মিশেছে, রঙিন থেকে সাদা কালো, পৃথিবী একটি মৃত শব্দ, স্বাদ কোরক নষ্ট হওয়া মানুষের স্বাদ।।

আরিয়ান নিহাল সম্পর্কে

বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে অধ্যয়ন করছি পাশাপাশি বিভিন্ন সাহিত্য- সংস্কৃতি সংগঠনের সাথে আত্মার বন্ধনে আবদ্ধ আছি। উত্তরায়ণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ চবি, তির্যক নাট্যদল, বন্ধুসভা চবি, সপ্তর্ষি তাদের মধ্যে অন্যতম। বর্তমানে উত্তরায়ণে সহ সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি এবং আরও কয়েকটি সংগঠনের কার্যকারী সদস্য পদে আছি। আজীবন সাহিত্য ও সংস্কৃতির একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে যেতে চায়।

2 thoughts on “মনের জীবন

  1. ‘পৃথিবী একটি মৃত শব্দ, স্বাদ কোরক নষ্ট হওয়া মানুষের স্বাদ।’

    ___ এখানে অতি বলা অতি শোনাবে।
    জীবনকে খুব কাছ থেকে উপলব্ধি না করলে এমন লিখা সম্ভব নয়। গ্রেট নিহাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।